খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ধামরাইয়ে কোরআন খতম ও মিলাদ মাহফিল

-
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ধামরাইয়ে কোরআন খতম ও মিলাদ মাহফিল
সাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)আজ বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। এ সময় তিনি মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।
- অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।


