ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)ঢাকা-২০ ধামরাই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় তিনি ধামরাই এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময়কালে আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আপসহীন। নির্বাচিত হলে ধামরাইয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি ও শিল্পখাতের সম্ভাবনা এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

