আশুলিয়ায় ছাত্রলীগ নেতার গুলিতে বন্ধু সীমান্ত সরকার আহত

আশুলিয়ায় ছাত্রলীগ নেতার গুলিতে বন্ধু সীমান্ত সরকার আহত
সাব্বির মৃধা (সাভার প্রতিনিধি) ঢাকার আশুলিয়া পলাশবাড়ী কবরস্থানের পাশে বুধবার রাতে সংঘটিত গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, স্থানীয় সন্ত্রাসী মান্নার বাড়িতে ডেকে নিয়ে সীমান্ত সরকারকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় মান্নাসহ ৪ সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটুর অবৈধ পিস্তল ব্যবহার করে গতকাল রাত ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে। বর্তমানে গুলিবিদ্ধ সীমান্ত সরকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

