রিক্সার বৃদ্ধি যাতায়াতে বাড়াচ্ছে ভোগান্তি, ভয়াবহ যানজট নষ্ট করছে মানুষের সময়

রিক্সার বৃদ্ধি যাতায়াতে বাড়াচ্ছে ভোগান্তি, ভয়াবহ যানজট নষ্ট করছে মানুষের সময়
সাব্বির মৃধা | ধামরাই প্রতিনিধি
ঢাকা ও আশেপাশের এলাকায় রিক্সার সংখ্যা দিনদিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সহজলভ্য, সস্তা ভাড়া এবং পরিবেশবান্ধব হওয়ায় রিক্সা মানুষের অন্যতম প্রধান পরিবহন হিসেবে জায়গা করে নিলেও এর অনিয়ন্ত্রিত বৃদ্ধি এখন বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে ব্যস্ত সড়ক, বাজার এলাকা, বাসস্ট্যান্ড, স্কুল–কলেজের সামনে রিক্সার চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে ঘন ঘন। ধীরগতির বাহন হওয়ায় রিক্সার সারি পুরো রাস্তার গতিকে আটকে দিচ্ছে। ফলে ছোট দূরত্ব অতিক্রম করতেও সময় লাগছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
স্থানীয়রা বলছেন, রিক্সাচালকদের অনেকেই যাত্রী ওঠা–নামানোর সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন। এতে রাস্তা সংকুচিত হয়ে যানবাহন আটকে যায়। কিছু রিক্সাচালকের বেপরোয়া ব্রেক–থামা বা হঠাৎ ঘুরে যাওয়া গাড়িচালকদের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।
সমস্যার মূল কারণ:
রিক্সার সংখ্যা নিয়ন্ত্রণে না থাকা
সরু রাস্তায় অতিরিক্ত রিক্সা চলাচল
রিক্সাচালকদের ট্রাফিক নিয়ম না মানা
নির্দিষ্ট রুট বা লেন না থাকা
ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা
সম্ভাব্য সমাধান:
প্রধান সড়কে রিক্সা চলাচল আংশিক নিয়ন্ত্রণ
নির্দিষ্ট লেন/রুট তৈরি
রিক্সার নিবন্ধন বাধ্যতামূলক করা
চালকদের নিয়মিত প্রশিক্ষণ
জনসচেতনতা ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিককরণ
বিশেষজ্ঞদের মতে, রিক্সা শহরের গুরুত্বপূর্ণ পরিবহন হলেও পরিকল্পনাবিহীন বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে যানজট ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

