ক্যাম্পাসে এক বছর পর শর্তসাপেক্ষে অটোরিকশা চলাচল পুনরায় শুরু

ক্যাম্পাসে এক বছর পর শর্তসাপেক্ষে অটোরিকশা চলাচল পুনরায় শুরু
সাব্বির মৃধা (প্রতিনিধি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে অটোরিকশা চলাচল পুনরায় চালু হয়েছে। দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আজ থেকে ১৭টি শর্ত সাপেক্ষে অটোরিকশা চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
নির্ধারিত ভাড়া অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৩০ টাকা (বিশমাইল–গেরুয়া রুট) এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। যাত্রীদের নিরাপত্তা ও গন্তব্য নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি অটোরিকশায় হাইড্রলিক ব্রেক সংযোজন করা হয়েছে। পাশাপাশি চালকদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অটোরিকশায় সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহনের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। ক্যাম্পাসের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সুবিধার্থে এই শর্তগুলো কার্যকর থাকবে বলে জানায় JUCSU — Jahangirnagar University Central Students’ Union।
সবার প্রতি অনুরোধ করা হয়েছে নির্ধারিত নিয়ম মেনে অটোরিকশা ব্যবহার করুন।
#Reportas_News | #রিপোর্টাস_নিউজ

