ধামরাইয়ে মানসিক প্রতিবন্ধী মহিলা নিখোঁজ, খুঁজে পেতে সহযোগিতা করুন

ধামরাইয়ে মানসিক প্রতিবন্ধী মহিলা নিখোঁজ, খুঁজে পেতে সহযোগিতা করুন
সাব্বির মৃধা | ধামরাই প্রতিনিধি
ধামরাইয়ের কসমস এলাকা থেকে একজন মানসিক প্রতিবন্ধী মহিলা নিখোঁজ হয়েছেন। পরিবার জানায়, তার মাথায় সমস্যা রয়েছে এবং কথা বলতে পারেন না। বের হওয়ার সময় তিনি হলুদ রঙের মেকছিন/গেঞ্জি পরা ছিলেন।
নিখোঁজ মহিলার বাড়ি ধামরাইয়ের বান্দিমারা রেডিও সেন্টারের সামনে। বাড়ির ঠিকানা ভুলে যাওয়ার কারণে তিনি পথ হারিয়ে যেতে পারেন বলে ধারণা করছে পরিবার।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখতে পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে—
📞 01321-719258
মানবিক দিক বিবেচনা করে সবাইকে সহযোগিতার অনুরোধ জানানো হচ্ছে।
#Reportas_News | #রিপোর্টাস_নিউজ
গণমানুষের কথা বলে

