ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনগণকে অবহিত করার লক্ষ্যে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। তিনি বলেন, গণভোট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব, যা একটি শক্তিশালী গণতন্ত্র গঠনে সহায়ক ভূমিকা রাখে।

