ধামরাইয়ে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ২০১৯ সালে শুরু, ২০২৫-এও কাজ অসম্পূর্ণ

ধামরাইয়ে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ২০১৯ সালে শুরু, ২০২৫-এও কাজ অসম্পূর্ণ
সাব্বির মৃধা | ধামরাই প্রতিনিধি
দেখে মনে হবে যেন কোনো চলচ্চিত্রের সেট—কিন্তু বাস্তবে এটি ধামরাইবাসীর বহু প্রত্যাশার একটি সেতু। ২৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া, চাপিল, মান্দারচাপ, নওগাঁও, দেপাশাইসহ আশপাশের প্রায় ১০টি গ্রামকে বিভক্ত করেছে বহু বছর ধরে। যোগাযোগব্যবস্থা সহজ করতে ২০১৯ সালে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়।
প্রকল্পের জন্য ধরা হয় ৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়। এক বছরের মধ্যেই কাজ শেষ করার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়াতে বাড়াতে প্রকল্পের মেয়াদ গড়িয়েছে ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়সীমার শেষপ্রান্তে এসে এখনো সম্পন্ন হয়নি সেতুর নির্মাণকাজ।
এতে ভোগান্তিতে পড়েছে নদী দ্বারা বিচ্ছিন্ন দুই পাড়ের হাজারো মানুষ। প্রতিদিনের যাতায়াত, বাজার-সদাই, স্কুল-কলেজে যাওয়া এবং কৃষিপণ্য পরিবহন—সবকিছুতেই পড়ছে ব্যাপক সমস্যা। এলাকাবাসী দ্রুত নির্মাণকাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।
#Reportas_News | #রিপোর্টাস_নিউজ
গণমানুষের কথা বলে

