বিক্ষুব্ধ জনতার হাতে মাটি কাটার ভেকু ও মোটরসাইকেল ধ্বংস

বিক্ষুব্ধ জনতার হাতে মাটি কাটার ভেকু ও মোটরসাইকেল পুড়ে ধ্বংস
সাব্বির মৃধা (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামে কৃষি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও পাশে থাকা একটি মোটরসাইকেল বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মাটি খেঁকোরা ধামরাইকে শেষ করে দিচ্ছে। ৭-৮ বছর আগেও ধামরাইয়ের রাস্তার পাশ দিয়ে ধানের ক্ষেত, শীতের মৌসুমে সরিষা ফুলের হলুদ মাঠ দেখা যেত।যা এখন অসংখ্য পুকুরে পরিণত হয়েছে। তাদের দাবি, কৃষিজমির মাটি একবার খুঁড়ে নিলে পরবর্তী দীর্ঘ সময়েও সে জমিতে আর চাষাবাদ করা সম্ভব নয়।
অনেকে বলেন—“আগুন নয়, পিটিয়ে এলাকা থেকে বের করে দেওয়া উচিত ছিল।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি।

