দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের ধানের শীষের কাণ্ডারি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। তিনি বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তরুণদের দায়িত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


