সাভার সিটি ইউনিভার্সিটিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে পাঁচজন গ্রেফতার

সাভার সিটি ইউনিভার্সিটিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে পাঁচজন গ্রেফতার
সাব্বির মৃধা(নিজস্ব প্রতিনিধি)সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত সিটি ইউনিভার্সিটির অভ্যন্তরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিটি ইউনিভার্সিটির সাতজন শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা পুলিশকে অবহিত করেন। পরে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— তানভীর আহমেদ (২৩), পার্থ হালদার (২৪), অমিত বিশ্বাস (২২), নাঈম ইসলাম (২৩) ও আব্দুর রহমান (২৪)। এ সময় দেবাশীষ দাস (২৩) ও পারভেজ মোশারফ (২৪) নামে আরও দুইজন পালিয়ে যান। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী হিসেবে অভিযোগ দায়ের করেন সিটি ইউনিভার্সিটির প্রফেসর মীর আকতার হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রচার-প্রচারণা শেষে মকবুল হোসেন হলের টেলিভিশন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছিলেন অভিযুক্তরা। এ সময় হল প্রভোস্ট ইমরান হোসেন সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পাঁচজনকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা ক্যাম্পাসে সংগঠনের প্রচার চালানোসহ সাধারণ শিক্ষার্থীদের সংগঠনে যোগদানে উদ্বুদ্ধ করতেন এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও জানায়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাভার মডেল থানায় বিষয়টি জানানো হলে পুলিশ পাঁচজনকে হেফাজতে নেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলমান।

