নতুন বছরের প্রথম দিনে শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি

নতুন বছরে বাচ্চাদের হাতে দেওয়া হলো নতুন বই
সাব্বির মৃধা (ধামরাই প্রতিনিধি)নতুন বছরের প্রথম দিনে শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, নতুন বই পেয়ে তাদের পড়াশোনার আগ্রহ আরও বেড়েছে। শিক্ষক ও অভিভাবকরাও বলেন, বছরের শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা নিয়মিত ও সময়মতো এগিয়ে নেওয়া সহজ হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ আরও সুগম হবে এবং একটি শিক্ষিত প্রজন্ম গড়ে উঠবে।

