জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস: ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১২ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস: ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১২ জানুয়ারি
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকার মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭০ সালের ২০ আগস্ট একটি অধ্যাদেশের মাধ্যমে এটি ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে এর বর্তমান নামকরণ করা হয়—‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’।
যদিও বিশ্ববিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়, তবে এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭১ সালের ১২ জানুয়ারি। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।
আয়তনের দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় বৃহত্তম। অনেকের ধারণা অনুযায়ী এর আয়তন ৭০০ একর হলেও প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের মোট আয়তন ৬৯৭.৫৬ একর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য সাদৃশ্য হলো—প্রখ্যাত কবি ও শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান উভয় বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

