ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষে নেতাকর্মীরা

ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষে নেতাকর্মীরা
সাব্বির মৃধা (ধামরাই প্রতিনিধি)আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার নির্ধারিত সময়ের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর সমর্থক ও নেতাকর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় ইয়াসিন ফেরদৌস মুরাদ ধামরাইয়ের তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিত ও গ্রহণযোগ্য নেতা। স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সংগঠনকে শক্তিশালী করতে তাঁর অবদান উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তাঁরা।
মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ঢাকা-২০ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

