সাভারে ডাকাতি করতে গিয়ে ৫ ডাকাত গ্রেফতার

সাভারে ডাকাতি করতে গিয়ে ৫ ডাকাত গ্রেফতার
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)সাভারের পাকিজা এলাকার সামনে থেকে রবিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন— রাজিব (৩৮), রবিউল (৩৫), পাভেল (২৮), আবুল বাশার (৩৬) ও মনির হোসেন (৩৮)। তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাকিজা এলাকার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

