আজ থেকে শুরু হলো জাবিতে ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ১১৯ জন শিক্ষার্থী

আজ থেকে শুরু হলো জাবিতে ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ১১৯ জন শিক্ষার্থী
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবছর জাবির প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১১৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যা ভর্তি পরীক্ষার তীব্র প্রতিযোগিতার চিত্রই তুলে ধরে। বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা ও জীববিজ্ঞানসহ বিভিন্ন অনুষদের আওতাধীন ইউনিটভিত্তিক পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে। পরীক্ষার্থীদের সহায়তায় তথ্যকেন্দ্র, মেডিকেল টিম ও বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও লক্ষ্য করা গেছে উৎকণ্ঠা ও প্রত্যাশার মিশ্র অনুভূতি। অনেকেই আশা প্রকাশ করেন, মেধাভিত্তিক ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

