ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ
সাব্বির মৃধা (ধামরাই প্রতিনিধি)আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান অভির পক্ষ থেকে নির্বাচনী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় ধামরাই থানা ও পৌর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে ধামরাইবাসীর প্রত্যাশা পূরণে বিএনপি সফল হবে।

