ধামরাইয়ে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ধামরাইয়ে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবীবের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জামায়াতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। ধামরাইয়ের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক মহলে মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

