ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)ঘোষণা এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আগামী বছরের (২০২৬) ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী নির্বাচনী সময়সূচি:
- মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৯ ডিসেম্বর
- মনোনয়নপত্র যাচাই–বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
- আপিল দাখিলের সময়: ১১ জানুয়ারি
- আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
- নির্বাচনী প্রচার শুরু: ২২ জানুয়ারি
- প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
- ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, সারা দেশের ৩০০ আসনে
আগামী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

