মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার মূল আসামি আয়েশা গ্রেপ্তার

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার মূল আসামি আয়েশা গ্রেপ্তার
সাব্বির মৃধা(নিজস্ব প্রতিনিধি)রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় চিহ্নিত মূল আসামি আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র নিশ্চিত করে জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে আয়েশাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক ছিল আয়েশা। দেশজুড়ে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তাকে গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।
মামলার তদন্তে নতুন অগ্রগতির বিষয়ে পুলিশ শিগগিরই বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।

