৪০ ফুট গভীর গর্তে নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধারে টানা অভিযান অব্যাহত

৪০ ফুট গভীর গর্তে নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধারে টানা অভিযান অব্যাহত
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি )রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট এলাকায় ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে নিখোঁজ হওয়া শিশু সাজিদকে উদ্ধারে টানা ২৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নিরন্তর চেষ্টা সত্ত্বেও এখনো শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গর্তটির অত্যন্ত গভীরতা ও ভেতরের কাঠামো জটিল হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে বহুমুখী পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। শিশুটির পরিবার ও এলাকাবাসী উদ্বেগের মধ্যে অপেক্ষা করছেন তাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশায়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, শিশুটিকে খুঁজে বের করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। সবাই শিশুটির নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
সবার চাওয়া আল্লাহ্ তুমি রহম করে,সাজিদকে তার পরিবারের ফিরিয়ে দেও

