ইনসেপশন ওয়ার্কশপে জলবায়ু-সহনশীল মহিষ পালন প্রসারে নতুন উদ্যোগ

ইনসেপশন ওয়ার্কশপে জলবায়ু-সহনশীল মহিষ পালন প্রসারে নতুন উদ্যোগ
বিসিএস লাইভস্টক একাডেমি, ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিস,সাভার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে
“কার্বন নিঃসরণ রোধী পশুখাদ্য উৎপাদনের মাধ্যমে জলবায়ু সহনশীল মহিষ পালন সম্প্রসারণ প্রকল্প”–এর ইনসেপশন ওয়ার্কশপ।
আয়োজনে: কার্বন নি :সরন রোধী পশু খাদ্য উৎপাদনের মাধ্যমে জলবায়ু সহনশীল মহিষ পালন সম্প্রসারণ প্রকল্প।
প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর, আর অর্থায়ন করেছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহির মুহাম্মদ জাবের, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি ছিলেন গাজী মো. ওয়ালি-উল-হক, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মো. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।আরো উপস্থিত ছিলেন ডা. মোঃ বয়জার রহমান,পরিচালক, প্রশাসন — প্রাণিসম্পদ অধিদপ্তর। ড. হুমায়ুন কবির, পরিচালক, বিসিএস লাইভস্টক একাডেমি ও ড.সুমনা আক্তার, থেরিওজেনোলজিস্ট,ও প্রকল্প পরিচালক,কার্বন নি :সরন রোধী পশু খাদ্য উৎপাদনের মাধ্যমে জলবায়ু সহনশীল মহিষ পালন সম্প্রসারণ প্রকল্প।
অতিথিরা জানান, কার্বন নির্গমনভিত্তিক পশুখাদ্য উৎপাদন ও জলবায়ু-সহনশীল মহিষ পালন দেশের দুধ উৎপাদন, পরিবেশ সুরক্ষা এবং পশুপালকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ার্কশপে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।


