রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসেবী ও ছিনতাইকারী আটক

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসেবী ও ছিনতাইকারী আটক
সাব্বির মৃধা(নিজস্ব প্রতিনিধি)রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুরের কয়েকটি স্পর্শকাতর স্থানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে মাদক সেবনের প্রমাণ এবং ছিনতাই সংক্রান্ত তথ্য পাওয়া যায়।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যৌথ বাহিনী জানিয়েছে, রাজধানীতে মাদক ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

