জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সা’দ বিন মিজান–রবিউল ফয়সালের নেতৃত্বে ধামরাই শিক্ষার্থীদের সংগঠন জেইউস্যাড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সা’দ বিন মিজান–রবিউল ফয়সালের নেতৃত্বে ধামরাই শিক্ষার্থীদের সংগঠন জেইউস্যাড
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত ধামরাই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন জাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধামরাই (জেইউস্যাড)-এর ২০২৫–২০২৬ সেশনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সা’দ বিন মিজান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রবিউল ফয়সাল।
সোমবার (১২ জানুয়ারি) সংগঠনটির সাবেক সভাপতি আল আমিন হোসেন লিমন ও সাবেক সাধারণ সম্পাদক রনি ঘোষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সোহার্দ্য খান মো. সিয়াম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদা আক্তার ফারজানা।
নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ধামরাই উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা, শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

