সাশ্রয়ে সেরা স্টাইল: কালামপুর বাজারে বাজিমাত তরুণ উদ্যোক্তা আল-আমিন

সাশ্রয়ে সেরা স্টাইল: কালামপুর বাজারে বাজিমাত তরুণ উদ্যোক্তা আল-আমিন
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)চাকরির পেছনে না ছুটে নিজের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে ধামরাইয়ের কালামপুর বাজারে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ উদ্যোক্তা আল-আমিন। তার ভ্রাম্যমাণ ফ্যাশন শপ “Pocket Friendly” এখন এলাকায় আলোচিত এক নাম।
পরিপাটি সাজসজ্জা, আধুনিক লাইটিং ও আকর্ষণীয় উপস্থাপনার কারণে দূর থেকেই ক্রেতাদের দৃষ্টি কাড়ছে এই শপটি। স্বল্প জায়গায় পরিকল্পিত এই ভ্রাম্যমাণ দোকানটি দেখলেই বোঝা যায়, এখানে স্টাইল আর সাশ্রয়ের দারুণ সমন্বয় রয়েছে।
পোশাকে দারুণ চমক
“সাশ্রয়ে সেরা স্টাইল”—এই স্লোগানকে সামনে রেখে আল-আমিন এনেছেন উন্নতমানের শার্ট ও প্যান্টের আকর্ষণীয় কালেকশন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এখানকার অধিকাংশ স্টাইলিশ পোশাকের রেগুলার মূল্য মাত্র ৩০০ টাকা। এছাড়া বিশেষ পছন্দের ক্রেতাদের জন্য রয়েছে ৩৫০ টাকার এক্সক্লুসিভ কালেকশন।
কেন প্রশংসা কুড়াচ্ছে এই উদ্যোগ
সাধারণত ঝকঝকে শোরুম মানেই বাড়তি দাম—এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন আল-আমিন। স্বল্প লাভে মানসম্মত পোশাক সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার এই সাহসী উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দোকানের উপস্থাপনা ও মূল্যনীতিকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
সাশ্রয়ী দামে নিজের স্টাইল বজায় রাখতে চাইলে ঘুরে আসতেই পারেন কালামপুর বাজারে তরুণ উদ্যোক্তা আল-আমিনের এই “Pocket Friendly” ফ্যাশন শপে।
যোগাযোগ (WhatsApp): 01841424340
অবস্থান: কালামপুর বাজার, ধামরাই, ঢাকা

