গাজীপুরসহ ৩৫ জেলায় নিপা ভাইরাস শনাক্ত, খেজুরের রস পান না করার সতর্কতা

গাজীপুরসহ ৩৫ জেলায় নিপা ভাইরাস শনাক্ত, খেজুরের রস পান না করার সতর্কতা
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)গাজীপুরসহ দেশের ৩৫ জেলায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সময় কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি, কারণ বাদুড়ের মাধ্যমে রস দূষিত হয়ে নিপা ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে।
নিপা ভাইরাস একটি মারাত্মক সংক্রামক রোগ, যা জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও স্নায়বিক জটিলতা সৃষ্টি করতে পারে। অনেক ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও ভাইরাস ছড়াতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, কাঁচা খেজুরের রস ও এ দিয়ে তৈরি খাবার পরিহার করা, অসুস্থ ব্যক্তির কাছাকাছি গেলে সতর্কতা অবলম্বন করা এবং জ্বর বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে বাদুরদ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
জনসচেতনতা ও সতর্কতাই নিপা ভাইরাস প্রতিরোধের প্রধান উপায়—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

