বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা রোধে ক্যামেরা স্থাপন, বন্ধ হচ্ছে প্রবাসীদের হয়রানি

বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা রোধে ক্যামেরা স্থাপন, বন্ধ হচ্ছে প্রবাসীদের হয়রানি
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা ও চুরি রোধে ক্যামেরা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রবাসী যাত্রীরা। দীর্ঘদিন ধরে লাগেজ হারানো, জিনিসপত্র নষ্ট হওয়া কিংবা চুরির অভিযোগ থাকলেও কার্যকর নজরদারির অভাবে সমস্যার সমাধান হচ্ছিল না বলে অভিযোগ ছিল।
সম্প্রতি লাগেজ হ্যান্ডলিং ও সংরক্ষণ এলাকাগুলোতে ক্যামেরা বসানোর সময় এক কর্মীর আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় কান্নায় ভেঙে পড়েন—কারণ এই নজরদারি চালু হলে অনিয়মের সুযোগ বন্ধ হয়ে যাবে। বিষয়টি ঘিরে অনেকে মনে করছেন, এতদিন প্রবাসীদের লাগেজের জিনিসপত্র চুরি করে যে অবৈধ আয়ের সুযোগ ছিল, তা এবার বন্ধের মুখে পড়েছে।
প্রবাসীরা বলছেন, দেশের বাইরে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থে কেনা মালামাল নিয়ে দেশে ফেরার সময় এমন অভিজ্ঞতা তাদের ভীষণভাবে হতাশ করে। ক্যামেরা স্থাপন কার্যকর হলে লাগেজ নিরাপত্তা নিশ্চিত হবে, দায়ীদের শনাক্ত করা সহজ হবে এবং যাত্রীদের আস্থা বাড়বে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত হলে বিমানবন্দরের সার্বিক সেবার মান উন্নত হবে এবং প্রবাসীসহ সব যাত্রীর ভোগান্তি কমবে।

