জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রজাপতি মেলা আগামী শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রজাপতি মেলা আগামী শুক্রবার
সাব্বির মৃধা (সাভার প্রতিনিধি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার, ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল ও বহুল প্রত্যাশিত প্রজাপতি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মেলাটি এবারের মতো ১৫তম আসরে পা দিচ্ছে।
“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি“—এমন মনোমুগ্ধকর স্লোগান সামনে রেখে মেলাটি আয়োজিত হচ্ছে প্রজাপতি সংরক্ষণ এবং প্রজাপতি-নির্ভর পরিবেশগত ভারসাম্য সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
মেলায় প্রজাপতির জীবনচক্র, বাসস্থান, বিলুপ্তপ্রায় প্রজাতি, সংরক্ষণ কর্মসূচি এবং প্রজাপতি-নির্ভর পরিবেশগত গবেষণা তুলে ধরা হবে। শিক্ষার্থী, গবেষক এবং প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এই অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশে প্রজাপতির সৌন্দর্য ঘিরে সাজানো এই আয়োজন শুধু দর্শনার্থীদের আনন্দই দেবে না, বরং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রজাতি সম্পর্কে সচেতন করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

